আর নয় সুদ ঘুষ
মোহাম্মদ আবু জাফর

সুদ খোর ঘুষ খোরে
ছেয়েছে সমাজ
ঘরে ঘরে খায় সুদ
নেই তাদের লাজ।

বহুরূপী ঘুষ খোর
সমাজেতে বাস
বিচারটা ঘুরে যায়
ঘুষের এক তাস।

আর নয় সুদ ঘুষ
সব কর বন্ধ
মুসলিম ভাই ভাই
করোনা আর দ্বন্দ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।