আমার প্রিয় বাবা
মুহাম্মাদ শাকিল

আমার ঘরে আছে যে এক
মস্ত মনের মিত্র
ঘর সাজাতে ব্যস্ত সে জন
আঁকে সুখের চিত্র।

আমি যেন সবসময়-ই
হাসিখুশি থাকি
সকাল থেকে রাত্রিযাপন
সরায় না তাঁর আঁখি।

নিজের কথা বাদ দিয়ে সে
ঘরের কথা ভাবে
ঘরের মানুষ সুখে থাকুক
দুঃখ দূরে ভবে।

এমনই এক মিত্র আছে
আমার ঘরের শোভা
তিনি আমার ঘরের প্রদীপ
আমার প্রিয় বাবা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।