দুঃখ | ইমতিয়াজ সুলতান ইমরান
দুঃখ আমি বইতে জানি
দুঃখ আমি সইতে জানি
দুঃখ কভু কইতে জানি না।
দুঃখ দিয়ে যাও রে সখা
দুঃখ কারও হইতে জানি না।
মনের মাঝে দুঃখ যত
জানি আমি রুক্ষ কত
দুঃখ আমি থোইতে জানি না।
দুঃখ দিয়ে যাও রে সখা
দুঃখ কারও হইতে জানি না।
দুঃখ আমার যত ভারী
বইতে আমি তত পারি
দুঃখে আমি নোইতে জানি না।
দুঃখ দিয়ে যাও রে সখা
দুঃখ কারও হইতে জানি না।
দুঃখ আমার মুখের হাসি
দুঃখ আমার বুকের হাসি
ইমতিয়াজে কয় না কভু
দুঃখের ভার লইতে জানি না।
দুঃখ দিয়ে যাও রে সখা
দুঃখ কারও হইতে জানি না।
রচনা:-
২৪ এপ্রিল ২০২৩
এয়ারপোর্ট, সিলেট।