রেবা আর কামাল একই কলেজে পড়াশোনা করে। নতুন কলেজে ভর্তি হয়েছে বলে তাদের মাঝে নতুন প্রেমের সখ্যতা গড়ে উঠেছে। কামালের বাড়ি বরিশাল আর রেবার বাড়ি দিনাজপুর। কামালের বাবা প্রাইমারি স্কুলের শিক্ষক আর রেবার বাবা সোনালী ব্যাংকের অফিসার। কামালের আর রেবার বাবা ঢাকা থাকেন। এখন শরৎকাল আকাশে সাদা মেঘের ভেলা ভাসছে। আর নদীর কূলে কাশফুলেরা বাতাসে দোল খাচ্ছে। আজ শুক্রবার তাই রেবা আর কামাল কাশফুলের সৌন্দর্য দেখতে ঢাকার কেরানীগঞ্জ বসুন্ধরা রিভারভিউতে আসছে। কাশফুলের সৌন্দর্য রেবাকে বিমোহিত করেছে। রেবা আর কামাল কাশফুলের সাথে সেলফি তুলছে, আর কাশফুলের সৌন্দর্য উপভোগ করছে। গৌধুলিলগ্নে সুর্য ডোবার অস্তমিত তাঁরা দু,জন তাদের বাসার উদ্দেশ্যে রওনা করছে। সন্ধ্যা ঘনিয়ে আসলো চারদিকে পাখির কিচির মিচির ডাক শোনা যাচ্ছে। কামাল আর রেবা কাশফুলের সাথে যেসব ছবি তুলছ। রেবা সে গুলো ফেসবুকে আপলোড দিচ্ছে আর ক্যাপশনে লিখছে শরৎ এর কাশবনে।

লেখকঃ আব্দুল্লাহ আল ইসলাম মামুন। ইংরেজি বিভাগ কবি নজরুল সরকারি কলেজ, ঢাকা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।