অধরা আলোর তিনটি কবিতা
হবেনা ফেরা কখনো

হবে না ফেরা হয়ত আর কখনো কোনক্ষণে
মিথ্যা অহমিকায় ঘেরা তোমার শহরের কোণে।

আজ নেই হারাবার ভয়, নেই জল দু-নয়ন জুড়ে!
হারিয়েছি যা , কভু ছিলো না তা ভালোবাসা
মিথ্যা আবরণে ঢাকা, কেবলই মায়াময় ছাউনি ঘেরা।

অতিথি পাখি আসে ডানা মেলে সময়ের টানে,
ঋতুর পরিক্রমায় পর্যটকের বেশে স্রোতের খেয়ায়,
দিনশেষে ফিরে যায় নীড়ে প্রকৃতির খেয়ালে।

চলে যায় যে ফেরানো কি যায় তারে কভু?
ক্ষণিকের অতিথি সেতো সুখ পাখি
ভোলা কি যায় তারে? হয়ে রয় ক্ষত হৃদয় কুটিরে।

দিন যায় মাস যায়, যায় চলে বছর,
ভালোবাসা সেতো রয়ে যায়
নীশিতে জেগে থাকে সারাটি প্রহর বেদনা ভরে।

অভিমানে হয়না ফেরা কভু চিরচেনা সেই নীড়ে
ধুলোর মলাটে চাপা পরে সময়ের সাথে চেনামুখ,

চলতি পথে হয়ত স্মৃতিরা করে ভীর দীর্ঘশ্বাসে
অনুভবে অভিমানে তবুও রয়ে যায় সমাপ্তির অগোচরে।
ভুলতে কি যায় পারা তাদের যারা মিথ্যা সন্দেহের
জালে, ছেড়ে যায় প্রিয়জন চিরতরে।

হবে না ফেরা হয়ত আর কখনো কোনক্ষণে
মিথ্যা অহমিকায় ঘেরা তোমার শহরের কোণে।

হৃদয় মোহনায়

শুধু তোমার জন্য দিয়েছিলাম
তিলে তিলে সঞ্চিত স্বপ্নের জলাঞ্জলী
যে স্বপ্ন ছিলো লালিত শৈশব থেকেই
ভালোবাসার মোহ মায়ায় ছিলাম অন্ধ ।

বাকহীন, রুদ্র নিঃশ্বাস -প্রশ্বাস স্তম্ভিত
ব্যথিত হৃদয় দগ্ধ প্রাণ চঞ্চলা মন!
অাবেগ জড়ানো মিথ্যা বুলি নিটোল প্রদর্শন;
মুগ্ধতায় ব্যাকুল তনুমন প্রেমের হাতছানিতে
স্বপ্ন বিভোর দুচোখ সুখ মোহে দিবানিশি।

ভুলে গিয়েছি অস্তিত্ব নিজের ব্যাক্তিত্ব বির্সজন!
কলংকিত লান্চিত নিজের গড়া বৃত্তেই আবদ্ধ,
ভুলে ভরা নিজের করা জীবন সমীকরণ।
মিথ্যা মোহ মায়ায় জড়িয়ে অশ্রু সজল দুনয়ন।

ভাঙ্গা গড়ার এই খেলায় গিয়েছি হেরে হয়ত
বুক ভরা যাতণা নিয়েছি কুড়িয়ে যত,
দিয়েছো যতটুকু সুখ আমায় ছলনায়
সবই রবে সযতনে তোলা হৃদয় মোহনায়।

কতদিন দেখিনা তোমায়

কতদিন দেখিনা তোমায় হয়না কথা
কতকাল পরে এলে তুমি তবুও
এক সাথে হলো না পথ চলা,
দুদিনের স্মৃতিময় প্রহর গুলো যায় না তো ভোলা।

অন্তর পুড়ছে নন্দিত সময়গুলোর ভাবনায়,
প্রতিটি রাত জেনো দীর্ঘ মনে হয়।
তুমি হীন নিস্তব্ধতা চারিদিকে নির্বাক পুতুল হয়ে!
বেচেঁ কি যায় থাকা কেনো মায়ায় জড়ালে?

যেচেই এসেছিলে আপন আলোয় দিলে ভরে,
কিছুতো ছিলো না চাওয়ার না ছিলো পাওয়ার
হৃদয়ের সুখ টুকু খুঁজেছি কেবল তোমাতেই ঘিরে।
শত মুখোশের ভীড়ে খুঁজেছি নিস্পাপ মন!
পবিএ ভালোবাসার হৃদয়ের বন্ধন
স্বর্গের বিধাতার কাছে চেয়ে ছিলাম একটি প্রিয়জন ।

সুপ্ত হৃদয় জুড়ে ছিলো যত বাসনা হলো ক্ষুন্ন
মিথ্যে মনে হয় আজ সব আয়োজন বন্ধু স্বজন
কেবলই একাকীত্বের বন্ধী দেয়ালের হাতছানি
আত্মাহননের প্ররোচণায় জ্ঞানশূন্যহীণ প্রতিটিক্ষণ।

একটি বার না হয় করতে আপোষ বক্ষে জড়িয়ে, নিজের ভালোবাসার বিশ্বাসে নিতে আপন করে,
ভালোবাসাহীন শূন্য হৃদয়ে দুমড়ে কাঁদি যে ভীষণ !
ঘৃনীত এই জীবনের ভার পারছিনা বহন করতে আর
মৃত্যু কে করি না হয় এবার আলিঙ্গন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।