ঋতুর রাণী
মোঃ রজব আলী

কাশের ফুলে সদায় দোলে
বাতাস একটু দিলে,
আমার দেশে ধবল কেশে
প্রাণটা কেড়ে নিলে।

খালে বিলে কিংবা ঝিলে
শাপলা ফুলের মেলা,
নানা রঙে সোনার বঙ্গে
করছে তারা খেলা।

নদীর জলে সদায় চলে
নৌকা সারি সারি,
বৈঠা টানে ভাটির গানে
মনটি নিলো কাড়ি।

নদীর বাঁকে ঝাঁকে ঝাঁকে
মাছখেকো সব পাখি,
মাছটি ধরে আহার করে
মিষ্টি সুরে ডাকি।

তালের পিঠে বেজায় মিঠে
শরৎ কালের শেষে,
সবাই জানি ঋতুর রাণী
শরৎ আমার দেশে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।