উদাসী

মোহাম্মদ জিহাদ হাসান

যেন কিছুই নেই, কিছুই ছিল না
সাহারার চেয়ে বড় মরুভূমি
বালুচরের চেয়ে বেশি খসখসে
রাতে দেখা সেসব স্বপ্নের মতো
ভোরবেলায় যা মনকে ফাঁকি দেয়
আর শেষে মন নিজেকে ফাঁকি দেয়, কিছু ছিল না।

তবুও রেশ থেকে যায়
ফুরায় না
আর বলে; কোথায় পাই? কোথায় পাব?

 

একটি মন্তব্য

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।