হে অন্তর্যামী
রাহেলা রহমান।

কি লিখিবো আমি অনন্তকাল বাদে
সবই রয়ে গেছে আত্মার সংঙ্গোপনে ভাঁজে –
আমি উন্মাদ আমি ছায়ানট আমি তীব্রতায় অহংকারী!
আমি বঞ্চিতের মাঝে খোঁজে বেড়াই দয়ার সামগ্রী।
আশাহত হয়ে পালিয়ে বেড়াই সীমা থেকে সীমান্তে জানেন তা অন্তর্যামী ।

পদ্মা থেকে ইয়াংশি কত পথে মনের অজান্তে ঘুরিয়েছি মনের টানে।
হাত পেতে নিতে বাধা, হাত পেতে ছু্ঁতে পারিনি তোমার মুহুর্তগুলো
হাসিতে অশ্রুতে ভেসে চলে যায় কত ব্যথা সুখ দুঃখের মিছিলে তুমি ছিলে ভুলে যাই
হৃদয়ের গোপন কষ্টে জর্জরিতা ছিলোম বলে।
দুর সীমানার মাঝে আকাশ রাঙ্গিয়ে বাজে
নিশ্চল, নিরাপদে ফিরিবো শেষে,
সিংগায় ফুঁকিবে দ্রুত থেকে দ্রুতদম ঝিলিক সাজে, এই তো সোনা রাঙ্গা দিন আমার!
আমি যে তোমার শান্তিতে এপার ওপার –
হে – প্রভু তুমি বিচ্ছেদের উৎপীড়নে টলিয়ে দিওনা কভু মোরে বারংবার –
ওহে ‘ দয়াময় আমার।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।