
চোর
হামিদ কাফি
চোরের কদর অনেক বেশি
সোনার বাংলাদেশে
বড় চেয়ারে বসায় তাদের
সবাই ভালোবেসে।
সুইস ব্যাংকে টাকার পাহাড়
দেখার নেই কেহ
দিনকে দিন হয়যে কেবল
শীর্ণ আমার দেহ।
আমরা যারা ফলাই ফসল
জমিতে করে চাষ
রোদ আর বৃষ্টি মাথায় নিয়ে
থাকি বারটি মাস।
কপালে তাদের জুটেনা কিছু
তোমরা থাকো সুখে
বিধির বিধানে থাকিযে শুধু
দুঃখ নিয়েই বুকে।
দেশটা চলে তাদের কথায়
হলেও তারা চোর
সত্য কথা শুনতে এখন
হয় সবাই বোর।