সোনালী আউশ
মো. জান্নাত মোস্তাকিনূর রহমান অন্তর
আজ মন মেতেছে
সোনালী শিশিরে- আউশে।
গ্রামে গ্রামে, মেঘে মেঘে
মাটিরই কলশে,
গ্রাম্য মেয়ের হাসিতে।
মেতেছে মন রাখালের বাঁশীতে
মাঠে মাঠে,রুদ্র তপ্ত ডেউ খেলানো
দিঘিতে।
কৃষাণীরা ব্যস্ত বড়োই কৃষকের সাথে।
নতুন ফসল আনিবার উৎসবে।
আজি মাটির গন্ধে হারিয়েছে এই মন,
শাঁঝের বেলায় ঝিঁঝিরই ছন্দে।
পূর্নিমাতে আলোকে ছঁটা
পথখানি যেন শিল্পীর আঁকা।
এ যেন অচিন পাখির সাথে হঠাৎ দেখা।