সজল সকাল
এম এ জিন্নাহ

প্রভাত এসেছে হেসে পৃথিবীর গায় ;
রমণী চলেছে ভেসে আপনার পায় ।
কাননকুসুমে দোলে নব নব রূপ ;
দিশিদিশি দিশেহারা, চুপ-অপরূপ।
সমুদ্রসলীল তীর কোলাহলে থামে ;
প্রভাত হেরিয়া সেথা শঙ্খচিল নামে।
অন্যতম ভিন্নতায় রূপসী সজল ;
নদী জল কলকল উতলা সকল ।
রৌদ্রময় আলোকিত আলোক দিবস ;
ফুলে ফুলে রঙ দোলে, ক্ষণিকে বিবশ।
সাদা বক দল বাঁধে, ঝিলে পাড়ি তার ;
নব সখা শখে চেয়ে খুলে রাখে দ্বার।
উঠোন ভরেছে হেসে শিশুদের গানে ;
শাখা ভরা ফুল-পাখি প্রভাতের পানে।
চরণে বরণ স্বাদে উজল নয়নে ;
হরষ জাগলো এই প্রভাত শয়নে।
মধূময় স্নিগ্ধতায় নব বিবরণে ;
সকাল এসেছে এসে সুখ বিতরণে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *