শূণ্য চিঠি
শাহারিয়ার ইমন
কালি শেষ যে কলমের
শূন্য কাগজ ফাঁকা,
আবেগ ভরা চিঠিটা যে
পরিত্যক্ত রাখা!
ঠিকানা নাই খামের উপর
ঘ্রাণ শুধু জানা,
কোন অসুখে লিখে দিলে
হাত দেয়নি মানা।
কেবা তুমি লিখে দিলে
শূন্য পত্র খানি,
সুখের অসুখ হয়ছে তোমার
আমি সবি জানি।