আশেপাশে দেখো
রতন বসাক ( ভারত )
দূর দেশে চলে যাও কিছু দেখে নিতে,
যেতে গিয়ে খরচাতে টাকা হয় দিতে।
বহু কষ্ট সহে নিয়ে তবু যাবে দূরে,
বিদেশের সব দেখে মজা পাও ঘুরে।
নিজ দেশে আশপাশ অবহেলা করো,
ভালো নয় ভেবে নিয়ে মনে মনে ধরো।
কত কিছু আছে হেথা দেখিবার তরে,
চোখ খুলে দেখে নিলে মন তাতে ভরে।
গাছে ভরা বন আছে ছায়া ঘেরা সব,
পশু পাখি দিনভর করে কলরব।
ফুল ফল গাছ ভরা নানা রঙ যার,
কত গন্ধ ভেসে আসে খোঁজ রাখো তার?
জলজেরা জলে থাকে দেখো মন দিয়ে,
সময় করে কখনো জলাশয়ে গিয়ে।
মাছ ধরে জাল ফেলে জেলে নদী বিলে,
মাছরাঙা স্নান করে উড়ে এসে ঝিলে।
চাষিভাই চাষ করে গরু নিয়ে মাঠে,
ছোট বড় ছেলেমেয়ে মন দেয় পাঠে।
আশেপাশে কত কিছু আছে দেখে নাও,
খরচের বোঝা বয়ে কেন দূরে যাও।