আদর্শ রমনী
মুহাম্মদ আলম জাহাঙ্গীর

দেশের সকল ঘরের নারী
ফোঁটা গোলাপ ফুল,
সুন্দর লাগে সকল মা বোন
পড়লে সোনার দুল।

স্বামী সন্তান সংসার করে
পড়লে নামাজ রোজ,
পাড়া পড়শি আত্ত্বিয়ের ভাই
নিলে দুখে খোঁজ।

রাস্তাঘাটে বাহির হলে
হিজাব পড়ে আর,
কথায় কাজে নম্র ভদ্র
মিষ্টি কথা যার।

ঝগড়াঝাঁটি মন্দ কথা
বলতে যাহার ভয়,
আদর্শ রমনী ধরায়
সতত তারে কয়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।