মলিন হাত
প্রদীপ মণ্ডল
( জিয়াগঞ্জ, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ )
ভোর থেকে দুপুর বিকেল
সময় কাটে যে মাঠে-ঘাটে
ফাঁকা সময় পেলে কিছুটা
ছুটে চলে যাও দূরের হাটে।
চারটে প্রাণী দু’খানি হাত
থাকে না কখনোই ফাঁকা
পুরো পরিবার সামলাতে
হিমশিম খাও তুমি একা।
কষ্ট আছে ক্লেশ-গ্লানি আছে
সুখও তেমনই আছে মনে
কষ্টের মাঝে খুশিও আছে
যুদ্ধ লড়ে যাও একা রণে।
মলিন ভারী তোমার হাত
অসীম সৌন্দর্যে ভরা তবু
সকলে হাত তুলে নিলেও
বাবা, তুমি তুলো না কভু।
হৃদয় গহীনে তোমার বাস
ছায়াতলে শান্ত ঘুমে ঢলি
ভালোবাসি বলা হয় নাকো
কবিতার কথায় তাই বলি!