মনে বেদনার চর জাগে
রফিকুল নাজিম
চাইলেই আমি নদীটা বেচে দিতে পারতাম
সস্তায় কিনতে পারতাম অরণ্যে আড়াল সবুজ পাহাড়
কিন্তু নদীর টলটলা জলের উপরিতলে আমি চোখ রাখি
দেখি আমাদের যুগপৎকাল; কমলা রঙের বিকেল
পাখিদের নীড়ের ফেরার কাব্য পড়ি রোজ,
তোমার আমার প্রণয়ের জলছবি এঁকে যায় ছোট ছোট ঢেউ
তোমার সাথে জলকেলি করবো বলে
নদীটিকে আমি একজীবন বুকে আগলে রাখি।
ছলাৎ ছলাৎ ঢেউয়ে বুকের তীর ভাঙে নদী
আহা! কেবলই বেদনার চর জাগে মনে…