কাল
মনিরুজ্জামান প্রমউখ

সকল তালিকা জুড়ে
রয়েছে বই।
পড়ার মানুষ ভবে
এখন আর কই?

স্মার্টফোনের ভার দিয়েছে
কোথাও সমৃদ্ধি।
কেড়ে নিয়েছে
বিবাধায় মননের উৎকৃষ্টি।

মনিরুজ্জামান প্রমউখ।
হাজীগঞ্জ, চাঁদপুর, বাংলাদেশ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।