
তৈলবাজ
মইনুল হাসান আবির
হাসিমাখা মুখটি তাদের
কতই রঙের ভাব,
মিষ্টভাষী কোকিল সুরে
ভাঙ্গে মাথায় ডাব।
গালভর্তি পান চিবুচ্ছে
রসের কতই কথা,
তৈলবাজ নামটি তাহার
ডাকে যথা-তথা।
স্বার্থটানে বাপ ডাকিবে
উশুল হলেই শেষ,
কর্মদোষে সম্মান হারা
ছাড়লে আপন দেশ।
তৈলের দেশে তৈলের প্রথা
নতুন কিছু নয়,
তৈল মেরেছে কতই নেতা
পদ করেছে ছয়।