
ভাটির মানুষ
সুজিৎ চন্দ্র রায়
( দিরাই, সুুনামগঞ্জ, বাংলাদেশ )
ভাটির মানুষ অনেক খাটি,
সোনার চেয়ে দামী।
সোনার ফসল ফলাতে মাঠে,
তারা অগ্রগামী।
ধানের সাথে মাছের চাষ,
করে বিলের বুকে।
মাছে ভাতে ভাটির মানুষ,
স্বপ্ন আঁকে বুকে।
বর্ষা এলে জ্বলে ভাসে,
গ্রীস্মে রোদে পুড়ে।
হেমন্ত কালে সুখের হাসি,
ভাটির জমিন জুড়ে।
জীবন নামের সংগ্রামী পথে,
ভাটির মানুষ হাটে।
দুঃখ পেয়ে নাহি থামে,
তবু বিশ্বে হাটে।
ভাটির মানুষ প্রাণের মানুষ,
বাংলার মায়ের নীড়ে।
ভাটির মানুষ খাটি মানুষ,
অনেক জনের ভীড়ে।