
বৌ নেই আমার
মোঃ মনির সরদার
বৌ নাই সাজ নাই
তবু হাসি আত্মার অস্তিত্বে
অক্ষুণ্ন ভরা ঠোঁটের যৌবন।
হোক বৌ আর একা পথ নয়
তবু আমি একা রান্না করি বৌ ছাড়া চলে কি শূন্য স্থান আমার।
বউ নেই
প্রেম নেই
বউ ছাড়া ভালোবাসা একা।
বউ ছাড়া আর কতো
জীবন রাখি খালি খালি।
পাশের বাসার আন্টি হেঁসে হয়ে গেলো ক্লান্ত
শরীর ছুঁয়ে ঘাম বললো তুমি তো অনুরাগী।
বউয়ের নয়া হাতে দুধে ভাতে
আমার পেট হোক জ্যান্ত
আমি তো বউ ছাড়া একা রান্না করে ক্লান্ত।
বউ ছাড়া অনুভূতি ছাড়া
আর কতো লিখবো আমি ছন্দ।
বউ হোক বিয়ে হোক
তবুও রান্নার কান্না হোক বন্ধ।
বউ নেই অভিমান নেই
হাসি নেই উষ্ণতার অনুভব নেই।
বউ নেই চুপিচুপি কথা নেই মনের ছোঁয়াতে
বউ হোক সুন্দরময় সংসার হোক
দুঃখ ভুলে একসঙ্গে চোখের ইশারায়।