দাবি
পিঙ্কি ঘোষ
কে যেন সকল চাওয়ার পায়ে বেড়ি পড়িয়ে রেখেছে!
চাওয়া-পাওয়ার হিসাব আজ কফিন বন্দী।
শেষ চাওয়ার দৃশ্যটায় ধূলো পড়েছে বহুদিন আগে।
সুবর্ণলতার মতো দক্ষিণ খোলা বারান্দা,
কিংবা…
বিনোদিনীর মতো সাদা শাড়ীতেও দুঃসাহসীতো হতে চাইনি!
বিশ্বাসকে বাঁচাতে চেয়েছি,
ভালোবাসাকে লজ্জার আবরণে জড়িয়ে রাখতে চেয়েছি,
ঘাসের মাথায় থাকা শিশির বিন্দু হয়ে-
সূর্যের চোখে চোখ রাখতে চেয়েছি,
তোমার পান পাতার মতো হৃদয়ের জলতরঙ্গ শুনতে চেয়েছি।
সুনামিতে বুকের বাঁধ ভাঙে,
চোরাপথে স্বপ্নের আনাগোনা।
এক বুক বারুদ নিয়ে রাত্রি যাপন করি,
তবুও….
বেণীমাধব আগুন জ্বলে কই?