নীতিকাব্য লেখা
মোঃ মনির সরদার

হৃতা তোমার নীতিকাব্যের লেখা কবিতা
আমার শরীরটা’কে স্পষ্ট করে ছুঁয়ে গেলো।
হৃতা তোমার নীতিকাব্যে সত্যের মহাগ্রন্থে লেখা ছিলো আমারই স্বরূপ রেখার অবস্থান
আমি তো সামান্য ভালোবাসার মানুষ ছিলাম তোমার হৃত পিঞ্জরে।

তবে হৃতা তুমি তো কখনো আমায় দেখে চোখের কোণে ছবি আঁকোনি
তাহলে হৃতা তুমি আমাকে নিয়ে নীতিকথার নীতিকাব্য লিখলে কোন মনের ছোঁয়া মিশিয়ে।

হৃতা সাদা কাগজে স্বাক্ষর করলে তুমি আমার সামান্য ভালোবাসার জন্য
সত্যিই তুমি নীতিমালার সত্যে উপনীত প্রেম।

হৃতা তোমার নীতিকাব্যের কবিতা আমি প্রকৃতির রূপে পড়ে ভীষণ মুগ্ধ হয়েছি
তবে তোমার সামনে মনির সরদার কখনোই এসে বলবে না তোমার হাত দাও ছুঁয়ে দেখি মনের অনুভূতি।

তবে মনির সরদার অসম্ভব চিন্তা ভাবনার স্মারক সাক্ষী এই শহরে কষ্টের মাঝে-ও তার ভীষণ অনুভূতি
হৃতা তোমার নীতিকাব্যের কথা মনির সরদার বিশ্বাসী না যে।

মানুষের কালার নীতি দেখে আমি এই শহরে কষ্টের মাঝেও তোমাকে চেয়েছি
হৃতা তুমি একবার কান পেতে শুনো সত্যের মহাগ্রন্থে কার কাব্য কথা লেখা আছে।

হয়তো বোবা সেই মনির সরদারের লেখা নীতি কাব্য কথা
শুধুই তোমাকে নিয়ে তার সাদা কাগজে লিখে ছিলো কোনো রংতুলির রঙে সাজিয়ে ভালোবাসি।

হৃতা তুমি একশো বন্ধুর মাঝেও খুঁজে পাবে না যে তোমার সেই ব্যতিক্রম এক মনির সরদার’কে
নীতিকাব্যের মাঝে লিখে দাও তুমি শরীয়তপুরের মনির সরদার এসেছিল শরৎ- বসন্তে।

সেই সত্যের মহাগ্রন্থে সাদা কাগজে স্বাক্ষর ছিলো
হৃতা ভালোবাসি শুধুই তোমাকে আমার জীবনের চেয়েও অনেক বেশি।

হৃতা তোমার নীতিমালার ছয়টি ধারা অনুযায়ী
আমি তোমাকে রেখে গেলাম ইট পাথরের চার দেয়ালের বন্দি পথে।

আমি হয়তো তোমাকে বলবো না ভালোবাসি না
হৃতা তুমি একদিন বলবে মনির সরদার তোমাকে ভালোবাসি প্রতি ক্ষণে হৃদয় পিঞ্জরাতে।

হয়তো আমি থাকবো না তোমার সুখের অশ্রু জলে
নীতিকাব্যে আমি লিখে রেখেছি হৃতা তোমারি ও-ই নাম।

হৃতা আমি জানি সত্যিকারের ভালোবাসার মানুষটি’কে প্রেমিক কখনো কাছে পায় না
তা-ই সমন্বিত কষ্ট ভুলে আমি সাদা কাগজের মাঝে রংতুলির রঙে লিখে দিলাম মনের অনুভূতি।

হৃতা তুমি একশো বন্ধুর মাঝে কখনো আমাকে খোঁজো না
তবে তুমিই ভীষণ কষ্ট পাবে নীতিকাব্যের মনে।

হৃতা তোমার গোলাপি রাঙা ঠোঁটের হাসি আমার কাব্য কথায় লিখে রেখেছি
তুমি যখন মনযোগ সহকারে নিয়মিত কবিতাটি আবৃত্তি করবে তখন আমাকে তোমার হৃদ মাজারে রাখিও!!!

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।