নিদাঘের একি রূপ !
আসাদুজ্জামান খান মুকুল
বৈশাখ মাসে এসে নিদাঘের একি রূপ!
চারিদিকে লেলিহান আগুনের জ্বলে ধূপ।
সূর্যের উত্তাপ বাড়তেছে দিন দিন,
নেই কোনো সজীবতা লাগে সব প্রাণ-হীন।
মাঠঘাট চৌচির দেখা নেই বৃষ্টির,
রোদ্রের ঝলকে যে নিষ্প্রভ দৃষ্টির।
পথিকেরা গাছ ছায়ে বসে করে হাঁস-ফাঁস,
ছাতি ফাটে তেষ্টায় সুখ সবি হয় নাশ!
লু-হাওয়া বয়ে যেন দরদর ঝরে ঘাম,
কৃষকেরা দিশেহারা কাজে গেলে পুড়ে চাম।
তরুরাজি ছারখার আকাশেতে নেই মেঘ,
প্রাণিকুলে হাহাকার বেড়ে গেছে উদ্বেগ !
রুদ্রের মুর্তিতে আসে কভু ধূলি ঝড়,
বৃষ্টিহীন বায়ুতে কেঁপে উঠে বাড়ি-ঘর।
বজ্রের তাণ্ডবে জনমন শঙ্কায়,
মরণের সুর বুঝি বাজিতেছে ডঙ্কায়!
সবে আজি কৃপা চাহি দাও প্রভু বর্ষণ!
বাঁচিবার তরে মোরা করি জমি কর্ষণ।
বিষাদের ছায়া ভুলে ফসলের করি চাষ,
ধরাপরে যারা আছি করি যাতে সুখে বাস।