নয়া পানির ঢল
এম এইচ মুকুল
বৃষ্টি ভীষণ মুশলধারে
বিলে অথই জল,
রাস্তাঘাটও যাচ্ছে তলে
বইছে পানির ঢল।
জওয়ান বুড়ো ছুটছে সবে
হাতে নিয়ে জাল,
হই হুল্লোড়ে মেতেছে সব
দেখে মাছের ফাল।
জালের ভিতর ট্যাংরা পুঁটি
করছে রে ঝিলমিল,
ক্ষণেক্ষণে ছোঁ মারে ওই
শূন্যে উড়া চিল।
সারস পাখি মগ্ন ধ্যানে
দাঁড়িয়ে এক ঠায়,
ধরবে পুঁটি লম্বা ঠোটে
সুযোগ যদি পায়।
তাধিন তাধিন নেচে বেড়ায়
খোকাখুকির দল,
বাধ ভেঙেছে নিষেধ মানার
দেখতে পানির ঢল।