দেশটা গিলে খাচ্ছে
লাদেন মোড়ল নজির

নেতাগিরি খেতাব দিয়ে দেশটা গিলে খাচ্ছে,
যুদ্ধের পরে জন্ম তবু মুক্তি ভাতা পাচ্ছে!
তীব্র ক্ষুধায় বস্তি ভিটায় কান্না শুনছি রোজ,
গরীব মরে অনাহারে নেয় না তো কেউ খোজ!

নিত্য করে ইফতার পার্টির বিশাল আয়োজন,
দেশের টাকায় বিলাসিতার কিসের প্রয়োজন.?
সেখানে তো দেখি না কো গরীব দুঃখীর কেউ,
দেখি শুধু মোটা মোটা নেতার চামচার ঢেউ!

অমুক তমুক বড় নেতা পালন করে জন্মদিন,
দেশের টাকা খরচ করে বিলাশ করা অর্থহীন!
দেশের বাইরে বাড়ি করে, টাকা কোথায় পাচ্ছে,
দেশ-ক্ষমতার গদি পেয়ে দেশটা গিলেই খাচ্ছে!

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।