দূরত্ব
এস.এম বিল্লাল

অভিমান বাড়ছে বাড়ুক
মনের সাথে পাল্লা দিয়ে
দূরত্বের ঋণ বাড়ছে যতো
বেহিসাবি খরচা নিয়ে।

শনি থেকে শুরু
শুক্র তে না হোক শেষ
বোশেখে দ্যাখার তৃষ্ণা
চৈত্রেও থাকুক রেশ।

গ্রীষ্মের আলাপন ভিজুক
বর্ষার নয়ন জলে
শরৎ এর প্রেম প্রেম ছোঁয়া
থাক_না, সাদা মেঘে কাশফুলে।

হেমন্তের আঙিনায় হোক
নবান্নের আনাঘোনা
শীতের বিকেল জড়িয়ে থাকুক
কুয়াশার সামিয়ানা।

তারপর বসন্ত আসুক
ফাগুনের ডালে ডালে
সেদিন না_হয় উৎসব হবে
দূরত্বের সমাধি কালে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।