তেলের শক্তি 
মহিউদ্দীন
তেলের কতো শক্তি
কর্মী তারে দে উক্তি,
বড় বড় ভাব বেলুনের ন্যায়ে ফোলে
সব কিছু সহমত
ভুলভাল একতম,
যাই বুঝে তাই বলে বাস্তবতা ভুলে।
দিন আর যতো রাতে
সব সম আছি সাথে,
বাঁধা যতো আসে সবি করে দিবো চাই
গুরু তমি বল তুমি
তুমি বিনা মরুভূমি
তুমি বাবা আরো দাদা তুমি ছাড়া কেহ নাই।
এত পাম্প দে কেন?
ইহা গাড়ি চাকা যেন,
পাম্প ছাড়া চলেনা গাড়িটা বন্ধ
মনে হয় যদি গাড়ি
কি তার মানব নাড়ি,
নেতা তাও বুঝেনা অনুভবে অন্ধ।
তাই মনে বুঝা এলো
এতো তেল কোথা গেলো,
বেশি বেশি তেল বাজি তেল হতো শেষ
লোকে মুখে বলাবলি
কই তারা যাবে চলে,
বিপাকেতে দেশ তাই তেলে দাম বেশ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।