জলের শরীর জলে পুড়ে
রফিকুল নাজিম

জলের শরীর ভিজে গেলে সূর্য কী আর বুঝে?
জলের ভেতর জলের শরীর জলের বাড়ি খুঁজে।
জলে জলে ঘষাঘষি জলে আগুন জ্বলে
জলের বুকে পোড়া দহন অতল জলের তলে।
ওপর থেকে মানুষ দেখে শান্ত সুবোধ ঢেউ
জলের তলে আগ্নেয়গিরি টের পায় কী আর কেউ?
জলের শরীর জলে পুড়ে ছাই হয়ে যায় যদি
আমরা তখন তাকে বলি- ঘোলা জলের নদী!

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।