গরীব মানুষের রোজা
সাঈদুর রহমান লিটন
দাম বেড়েছে রোজার দিনে
যায়না কেনা পণ্য
গরীবকে কেউ করে নাকো
মানুষ ভেবে গণ্য।
পারেনা খেতে ইফতারি
ছোলা মুড়ি দিয়ে
গলাধাক্কা খেয়ে আসে
ইফতার কিনতে গিয়ে।
কোন মতো সাহরি খেয়ে
রোজা রাখে তারা
বাঁচার জন্য পথের ধারে
শুয়ে থাকে যারা।