খুঁজছি মানুষ এক খাঁটি
প্রদীপ মণ্ডল

জিয়াগঞ্জ, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ

পেটের খিদেতে পাই না তেমন কষ্ট
গরীব আমি উপবাসে বেশ অভ্যস্ত।
কটু কথা মর্মে বিঁধে, বেশ জ্বালাময়
যেমন একটি তপ্ত শলাকাদণ্ড আস্ত।

আমি গরীব শিক্ষার ভাণ্ড প্রায় শূন্য
অর্থাভাবে পর্যাপ্ত সুযোগ জোটেনি।
আপনি শিক্ষিত, সমাজে গণ্যমান্য
কটু কথা বলেন কেন বুঝে ওঠেনি!

সু-সম্বোধনের প্রত্যুত্তরে তাই তো
ফিরিয়ে দেন তাচ্ছিল্য, আমি শূন্য।
আপনি সচেতন, স্বাধীনতা প্রেমী
ঘিরে ধরে আপনাকে মনোমালিন্য।

আমি গরীব স্বল্পে খুশি, কর্মই জীবন
অন্ন বস্ত্রের চিন্তায় থাকি, সহি ধকল।
আপনি দয়ালু, দানেই খোঁজেন ধর্ম
তুচ্ছ ভেবে ছুড়ে দেন তাচ্ছিল্য সকল।

মাঠে ঘাটে কাদা মাখি, ফলাই ফসল
অতিরিক্ত বেঁচে যোগাই অন্ন অন্য পেটে।
আপনি স্বচ্ছ, ঘৃণা করেন কাদা-মাটি
অন্যের দয়াতে অঙ্গে কাপড় জোটে।

আপনি ধনী আপনি শ্রেষ্ঠ আপনি উচ্চ
আমি নিম্ন আমি ধূলা আমি কাদা-মাটি।
আপনি রঙিন, সাজেন বেশ পরিপাটি
আজন্ম খুঁজছি আমি মানুষ এক খাঁটি!

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।