কেউ কারো নয়
সাঈদুর রহমান লিটন

পিতল রঙা অন্তর ছুটতেই থাকে
রোদে পুড়ে একাকার
ছুঁয়ে যায় ভিতরে রক্তমাংসের জগৎ
তবু ছুঁতে পারিনা লক্ষ্য।
আঁধারে আঁকতে থাকি পূর্ণিমার চাঁদ
ধ্রুবতারা আঁকতে দেয় না।
জ্বলজ্বলে জ্বলতে থাকে অস্থির অন্তরে।
নির্বাক-ধূসর শূন্যতা থেকেই বুঝতে পারি
কেউ কারো নয়।

সাঈদুর রহমান লিটন
গ্রামঃ জগন্নাথদী পোঃ ব্যাসদী গাজনা
উপজেলাঃ মধুখালী জেলাঃ ফরিদপুর

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।