লুঙ্গি
শামীম শাহাবুদ্দীন
হাল আমলের সেলিব্রেটি
লুঙ্গি পরে ঘুরে,
ফ্যান ফলোয়ার এই ট্রেন্ড থেকে
থাকবে কেন দূরে?
ফতোয়া ও লুঙ্গি এখন
আছে বিরাট ফর্মে,
এই দু’পোশাক আরামদায়ক
সকল কাজে কর্মে।
লুঙ্গি পরার এই আন্দোলন
পাচ্ছে হালে পানি,
নিন্দুকেরা পেছন থেকে
করুক কানাকানি।
লুঙ্গি দারুণ উপকারী
গুণও আছে ঢের,
এর ফজিলত জানা আছে
প্রতিটি লোকের!
লুঙ্গি পরে সেলিব্রেটি
হাট বাজারেও যায়,
সেসব ছবি দেখে মানুষ
নেটের উসিলায়।
লুঙ্গি হলো বাঙালীদের
অবকাশের সাথি,
লুঙ্গি নিয়ে এই প্রজন্মের
দারুণ মাতামাতি!
পুরানা পল্টন, ঢাকা।