জগতের চোখে
প্রদীপ মণ্ডল
জিয়াগঞ্জ, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ।

ভেঙেও আমস্তক থেকো তুমি শক্ত
নব নতুন পন্থা জীবনে কোরো রপ্ত।

জগৎ জানুক তুমি তুষ্ট, তুমি খুশি
জগৎ দেখুক তোমার অমায়িক হাসি।

জগৎ জানুক তুমি চালাক, তুমি সুস্থ
জগৎ জানুক, তুমি নও গরীব বা দুস্থ।

জানতে দিও না ভুলেও, তুমি কাঙাল
জানুক জগৎ তোমার হিসেবী সব চাল।

দেখতে দিও না তোমার কষ্টের কোন অশ্রু
জানতে দিও না কখনও যে, তুমি বেআব্রু!

দেখতে দিও না তোমার গোপন কোন ক্ষত
লুকিয়ে রেখো সকল দুর্বলতা পারো যত!

তৈরী কোরো দুটি জগৎ ভিন্ন ভিন্ন
একটি নিজের, একটি জগতের জন্য।

আবদ্ধ দেওয়ালে কেঁদো মন চায় যত
আঁখি রেখো শুষ্ক বাহিরে, কষ্ট পেলেও শত!

দুই জগতে বেঁচো দুই রকম ভাবে
হাসি ধরে রেখো মুখে শত অভাবে।

তবেই, মানবে জগৎ তুমি সফল তুমি সুখী
জগতের চোখে পাবে সম্মান, হলেও দুখী।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।