এবিএম সোহেল রশিদ
মনিরুজ্জামান
অভিনয়ে আছে যার নিপুণ দক্ষতা
সাহিত্যের সাথে তার আত্মিক সখ্যতা।
অহংকার যার মনে নাই এক বিন্দু
সবার জন্য আছে তার ভালোবাসার সিন্ধু।
অন্তরে যিনি আঁকেন সদা মাতৃভূমির ছবি
তিনি সবার মনি কোঠায় প্রিয় একজন কবি।
সাহিত্যের গ্রুপ গুলোতে যিনি সবার প্রাণ
তিনি রেখেছেন সাহিত্যে বিশাল অবদান।
সাহিত্য অঙ্গনে যিনি সদা চঞ্চল প্রাণ
বাংলাদেশের গর্ব তিনি বুদ্ধিজীবী সন্তান ।
সাহিত্যে ও অভিনয়ে যার তুলনা নাই
তিনি হলেন প্রিয় ব্যক্তিত্ব এবি এম সোহেল রশিদ ভাই।
জন্মদিনে তাহার জন্য রইলো অনেক দোয়া
জীবন জুড়ে থাকে যেন হাসি খুশির ছোঁয়া ।
শুভ জন্মদিন প্রিয় কবি ও অভিনেতা এবি এম সোহেল রশিদ ভাই ।