এই বৈশাখে
সাঈদুর রহমান লিটন
কৃষ্ণচূড়া ফুল ফুটেছে আমার গাছে
হরেক রকম পাখি এসে শুধুই নাচে
এই বৈশাখে রঙের বাহার উঠোন জুড়ে
যাও না সখী আমার বাড়ি একটু ঘুরে।
গাছে গাছে সবুজ আমে দিচ্ছে দোলা
পথ হারিয়ে পথচারী হচ্ছে ভোলা।
এই বৈশাখে আম কুড়িয়ে করছি আচার
দাও না প্রিয় একটু হাসি জীবন বাঁচার।
আমার বাড়ি রৌদ্র হাসে গাছের ফাঁকে
নানান পাখি উড়ে বেড়ায় ঝাঁকে ঝাঁকে
ঘুম আসে যায় গাছের ছায়ায় বৈশাখ এলে
লাগবে ভালো এই বৈশাখে তোমায় পেলে।
জগন্নাথদী, মধুখালী, ফরিদপুর।