এই ধরাতে আসে
মুহাম্মদ আলম জাহাঙ্গীর

দুই হাজার বাইশ সালের
নভেম্বর মাসে,
রোহান নামের ছোট্র সোনা
এই ধরাতে আসে।

দিনটি ছিলো সোমবার রে ভাই
সময় বিকেল বেলা,
নতুন আদম সৃ্ষ্টি করে
প্রভু করেন খেলা।

মহান প্রভুর মহান দয়ায়
পুত্র ছেলে পেয়ে,
খুব খুশি হয় বাবা মায়ে
দ্যাখে শুধু চেয়ে।

দোয়া করে প্রভুর কাছে
সকাল দুপুর সাজে,
খোকা যেনো হয় যে মহৎ
এই ধরনীর মাঝে।

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।