এই দিন প্রাক্তনকে ক্ষমা করার দিন
পারভেজ হুসেন তালুকদার

এই দিন প্রাক্তনকে ক্ষমা করার দিন
ক্ষমা করলাম শান্ত নদীর নিস্তব্ধতায়
ক্ষমা করলাম ঝিরিঝিরি বাতাসের কাব‍্যে
কিংবা হৃদয়ের ক্ষমার আকুতিতে।

এই দিন প্রাক্তনকে ক্ষমা করার দিন
ক্ষমা করলাম গোলাপের রূপক আবেদনে
ক্ষমা করলাম রূপক হাসি হেসে
কিংবা ক্ষমা মানুষের মহৎ গুণ বলে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।