আয় পাখিরা আয়
মোঃ আকাশ হোসেন

আয় পাখিরা আয়
ছুটে ছুটে আয়।
গানে গানে ডেকে ডেকে
ছুটে আয় এঁকেবেঁকে।
উড়ে আয় ডানা মেলে
দেখা হবে আঁখি মেলে।
আয় পাখিরা আয়
মলিন বাতাস ধেয়ে,
আয় পাখিরা আয়
দখিন আকাশ বেয়ে।
উড়ে আয় নায়ের পালে,
দেখা হবে হাওর,বিলে।
আয় পাখিরা আয়
হাজারো সুরের তানে,
আয় পাখিরা আয়
মোর প্রাণে প্রাণে।

কবি ও ছড়াকার
হাজীগঞ্জ, চাঁদপুর

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।