হেমন্তের গোধূলি বেলায়
অনিতা সরকার অণু

যখন এসে দাঁড়ালে পাশে,
বুকের ভেতর এক মৃদু হৃদস্পন্দন তা কি তুমিও অনুভব করেছ?
ভালো লাগায় নিঃশ্চুপ,
কতক্ষণ ছিলাম দু’জন জানা নেই!
হঠাৎ একগুয়ে দোলনচাঁপা বাড়িয়ে ছুঁয়ে দিলে আমার হাত,
তুলে দিলে প্রিয় লেখক এর বই।
সে কি যে আনন্দের অবিমিশ্রণ,
তার ভাষা ব্যক্ত করার সেই সাধ্য কি আছে বলো আমার?
আমি যে অতি সাধারণ, শুধু মৌন হয়ে দেখেছি তোমাকে।
কতটা ভালোবাসা পেলে, মানুষ সমৃদ্ধ হয় এক জীবনে?
আমি জানি না,
সেই ভালোবাসা কি?
কি-ই বা তার স্বরূপ অবয়ব?
আমার কাছে ভালোবাসা মানে তুমি,
তোমার অস্থিরতা ব্যাকুলতা
তীব্র ভালোলাগায় সারাবেলা ভুলিয়ে রাখা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।