আসবে বিজয় ফিলিস্তিন

ইয়াহইয়া মাহমুদ রনি

কবি

ফিলিস্তিন তুমি করো না ভয়, আল্লাহ্ হবেন সহায়
ইহুদিদের পরাজয় হবে-ই হবে নিশ্চয়

বিজয়ের রবি উদিত হবে, আর যে দেরি নয়
আক্-সার দুশমন ধ্বংস হবে, দূর করো যত ভয়।

মুসলমানের প্রাণের ক্বেবলা নিতে দেবনা কাউকে-
শত্রুর হাত ভেঙ্গে ফেলব, যদি ওরা দখলে চায় আল-কুদুসকে।

বদরের মত আসবে বিজয় বুকে রেখ বল-
নিরাশ হয়ো না ফিলিস্তিন তুমি, হারবে ওদের দল।

নাঙ্গা তলোয়ার হাতে তোল খালিদের বেশে,
দেখবে তোমরা, পালাবে ওরা নির্বিশেষে।

রচনাকাল: ১১ | ১০ | ২৩ ইং

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।