অভিশাপ দিচ্ছি
রফিকুল নাজিম

আমি অভিশাপ দিচ্ছি
তুমি শত চেষ্টা করেও আমাকে ভুলতে পারবে না।
আমি অভিশাপ দিচ্ছি
তুমি আমাকে ছাড়া অন্য কোনো আকাশ চিনবে না।
অন্য কোনো পাখি, নদী, ফুল, পাহাড় কিংবা দীঘল পথ…
বেমালুম সব ভুলে গিয়ে তুমি জিবে কামড় বসাবে লজ্জায়!
আমি আরো অভিশাপ দিচ্ছি
তুমি হঠাৎ আমাকে ছেড়ে চলে গেলেও
তোমাকে ফিরে আসতেই হবে; সহাস্যে।
আমি এমন অভিশাপ দিচ্ছি যে
আমাকে ছাড়া অন্য কাউকে তুমি ভালোবাসতে ভুলে যাবে
শুধু আমাকে নিয়েই তুমি ভাবনার জগতে অবগাহন করবে।
আমাকে তুমি ভালোবাসতে বাসতে
একদিন ভালোবাসার সব কলাকৌশল রপ্ত করে
তুমি কেবল আমাকেই ভালোবাসবে।
আমি অভিশাপ দিচ্ছি
আমি অভিশাপ দিচ্ছি…

মাধবপুর, হবিগঞ্জ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।