কবিতা:-
অতীত কালকে ভুলে যেও না
মোঃ হাছান তালুকদার
অতীত কালকে গেছ ভুলে,
অতীত কালে কী ছিলে,
যদি যাও তুমি সেটা ভুলে,
মানুষ নয় তুমি,
গেছ মানুষের থেকে নিম্ন মূলে,
কারণ অতীত কালকে গেছ ভুলে।
অতীত কালে তুমি না জানি ছিলে,
কোন নিম্ন বা মধ্যবর্তী ঘরের ছেলে মেয়ে,
বর্তমানে ধনী হয়ে যাও যদি তা ভুলে,
দেখতে যদি ও তোমায় মানুষ মনে হয়,
তোমাকে মানুষ বলতে ও গ্রীনা করে,
কারণ তুমি গেছ যে অতীতে কী,
ছিলে তা ভুলে।
বর্তমান সমাজের অহংকারী মানুষ,
খুঁজে দেখ তুমি অতীতে কী ছিলে,
অতীত কালকে যেও না ভুলে।
শিক্ষার্থী,
রাজানগর কৃষ্ণচন্দ্র পাবলিক মাধ্যমিক বিদ্যালয়
দিরাই, সুনামগঞ্জ।