কী উপমা দিবে
মাহফুজা আক্তার এম.এ.কে
ঠিক যতটা তোমায়
ভালবেসেছিলাম
সেই ভালবাসাকে
দুরত্বের সাথে
কিলোগ্রাম হিসেবে
তোমার থেকে
দুর থেকে সুদূরে
সরে এসেছি
খুব গোপনে,
তোমার সাথে
প্রবল তৃষ্ণা নিয়ে
কথা বলতে গিয়ে
কথা না বলে
এক কোটি বর্গমাইল
পথ অতিক্রম করে
বসত গড়েছি নির্জনে!
এখন তুমি আমায়
কী উপমা দিবে?
ধরণীতে কী মিলবে
তোমার উপমার রায়?