কালবৈশাখী কোথায়
রানা জামান
চৈত্রের উত্তাপ গায় জড়িয়ে
বৈশাখ এলো এবার,
উত্তাপ ছাড়া আর কিছু কি
নেই বৈশাখের দেবার?
ফাটছে জমিন কাঁদছে চাতক
শরীরের ঘাম ঝরছে,
জলের তেষ্টায় প্রত্যেক ক্ষণে
মাঠের ফসল মরছে।
বিল শুকিয়ে খাল শুকিয়ে
শুকনো নদীর গাত্র,
সূর্যের তাপে পুকুরের জল
তপ্ত তেলের পাত্র।
গরম বাতাস বয়ে চলছে
কালবৈশাখী কোথায়!
বৈশাখ মাসটা সকল জীবকে
পিসছে শিলে পোতায়।
পুবের আকাশ কালো করে
বৈশাখী ঝড় আসুক,
আকাশ ভাঙা বৃষ্টির তোড়ে
ধরিত্রী আজ ভাসুক।