বিজয় এসেছে

আয়েশা সিদ্দিকা হ্যাপি

বিজয় এসেছে,বিজয় এসেছে
আজ ১৬ই ডিসেম্বরে।
আমরা সবাই মুক্তি পেয়েছি
সেই ১৯৭১ সালে এ-ই দিনে।
তাই যত দিন থাকবো বেঁচে
মনে রাখবো সকল শহীদের।
স্মরণ করবো আমরা সবাই
প্রিয় মুক্তিযুদ্ধ সেই তোমাদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *