হেমন্ত এসেছে
শ্রী নেপাল বিশ্বাস

রোদ্দুরে বসেছিলাম সকাল বেলায়,
উত্তুরে হাওয়া এসে আমাকে শুধায় ।
কিসের কারণে তুমি বসেছ হেথায় ?
কেমন কাটলো পুজো বলো তা আমায় ।

আমি বলি, পুজো মানে হৈচৈ হট্টগোল,
মাইকের তারস্বর বাজায় মাদোল ।
পয়সা-ওয়ালা-দের মনে লাগে দোল,
দুঃখীর বাড়িতে শুধু ক্রন্দনের রোল ।

মনে ভেসে এলো সেই কৈশোরের কথা,
বাবা মা’র সেই স্নেহ আদর মমতা ।

একটু পরে যখন রোদের উত্তাপ,
বেড়ে যায় সেসময় গায়ে লাগে তাপ ।
জীবনের বেলা বেড়ে গেলে মনস্তাপ,
অতিরিক্ত বেড়ে যায়, বেড়ে যায় চাপ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *