কলতান: আজ ১১ এপ্রিল, ১৯ রমাদান রোজ মঙ্গলবার টেকনাফে কলতান সাহিত্য পরিষদের স্মরণ সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। টেকনাফের হ্নীলা শাহ মজিদিয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার হল রুমে কবি আবুল হোছাইন হেলালির সভাপতিত্বে ও কবি এম এরশাদুর রহমানের উপস্থাপনায় কবি মুহাম্মদ ছলাহ উদ্দিন এর স্মরণ সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানটিতে রমাদানের কবিতা পাঠও হয়। এতে বক্তব্য রাখেন অধ্যাপক মাওলানা কবির ছিদ্দিকী, অধ্যাপক সন্তোষ কুমার শীল, অধ্যক্ষ মাওলানা আবু বকর সিদ্দিক, অধ্যাপক এস এম শহিদুল মোস্তফা, অধ্যাপক, মাওলানা এডভোকেট নুরুল আমিন, মাস্টার খলিলুর রহমান, মাস্টার ছিদ্দিক আহমদ, জসিমউদদীন, মাওলানা সৈয়দ আব্দুল মালেক, ডক্টর হাবিব,আর, এম আমির হোছাইন, মোক্তার হোসেন দল্যা, আহম্মদ বিন শফি, কবি রফিক রানা, কবি ও সংগঠক জুবাইর মাহমুদ, অধ্যক্ষ নুরুল আমিন, আব্দুর রহমান হাশেমী, সাংবাদিক জাহাঙ্গীর আলম, সাংবাদিক ফরিদুল আলম, সাংবাদিক সাদ্দাম হোসেন, হামিদ হোছাইন হ্যাভি, সমাজ সেবক ঈশা খান, কবি রবিউল হোছাইন, শিল্পী দলিল ফারুক,শিল্পী আরফাত শাহ প্রমুখ। বিশ্ব মানবজাতির কল্যাণে অনুষ্ঠানে মুনাজাত পরিচালনা করেন অধ্যাপক মাওলানা কবির ছিদ্দিকী।
2023-04-11