কাব্য কিশোর ম্যাগাজিনের প্রধান সম্পাদক ও ছোটদের ছাপাকাগজ লাল-সবুজের আসরের সম্পাদক বিশিষ্ট ছড়াকার ও শিশুসাহিত্যিক ইমতিয়াজ সুলতান ইমরানের ৫৭তম জন্মদিন আজ। তিনি ১৯৬৭ সালের পহেলা জানুয়ারি হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জে জন্মগ্রহণ করেন।

বিজ্ঞাপন

১৯৮৮ সালে দৈনিক বাংলা’য় প্রথম প্রকাশিত প্রবীণ এই ছড়াকার বর্তমানে বাংলাদেশের সুপরিচিত ছড়াকারদের মধ্যে একজন। তিনি দীর্ঘদিন দৈনিক যুগভেরী পত্রিকার শাপলার মেলা পাতার সহ-সম্পাদক ও দৈনিক মানচিত্র পত্রিকার প্রাণকলি পাতার সম্পাদক ছিলেন। প্রকাশিত বই: টেরাম টেরাম যুদ্ধ, ছন্দ ছড়ায় বঙ্গবন্ধু, তেলমাথা বেলমাথা, লক ডাউন শখ ডাউন, ছন্দ ছড়ায় একুশ ইত্যাদি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *