মুহম্মদ রাসেল হাসান, কল্পনাময় প্রেমিক কবি

পারভেজ হুসেন তালুকদার 

মুহম্মদ রাসেল হাসান

মুহম্মদ রাসেল হাসান। কল্পনাময় এই প্রেমিক কবিকে এ হৃদয় জ্যোৎস্নাধোঁয়া রাতের কবি নামই আখ্যা দেবে। সে কবিতার প্রেমে ডুবে থাকে দিবারাত্রি, কবিতার প্রেমেই কল্পনার নিশি অতিক্রম করে। কবিতাই তাঁর প্রেমিকা যেন। তাঁর ছন্দে কবিতা এক নন্দিতা, তাঁর আলোকে চন্দ্র আলোকিত হয়। সে সেই কবিতার জ্যোৎস্নায় ধোঁয়া হয়ে নিশিকা কাটায় গভীর প্রেমে, এ কারণেই সে আমার কাছে জ্যোৎস্নাধোঁয়া রাতের কবি।

রাসেল ভাওয়াল বিলের জলকে চোখের পানির মত টলমল করতে দেখে, বর্ষার টুপটাপ বৃষ্টিতে বাংলার প্রকৃতিরা রূপ মেলে দেওয়াও দেখে। তাঁর ছন্দিত চোখে শরতের মেঘেরা দুধেল হয়ে ঘুরে ওই নীল-শূন্যে। সে উষার রবি হতে চায় কিশোর হৃদয়ের দুনিয়ায়। তাঁর কাব্যিক হৃদয়ে কাশবনের রূপ স্বর্গীয়।

প্রেমের এই কবি কবিতার প্রেমে মগ্ন, দিশেহারা গাত্র বেয়ে মুক্তো ঝরা পরির প্রেমে আবার তাঁর শব্দে প্রিয়া ইঙ্গিত করে নিপুণতর ওই আকাশের চাঁদ।

জ্যোৎস্নাধোঁয়া রাতের এই কবির জন্ম ১২ ফেব্রুয়ারি ২০০৬ সালে নেত্রকোনায়। ভাবুক চিত্ত ও কবিত্বশক্তির প্রভাবে বাল্যকালেই তাঁর কাব্যপ্রতিভার স্ফুরণ ঘটেছিল। চিন্তাধারা, স্বপ্ন ও চলাফেরা হয়ে উঠেছিল সমাজের সকলের চেয়ে সতন্ত্র। মাত্র ১৪ বছর বয়সে তাঁর ‘জ্যোৎস্নাধোয়া রাত’ কাব্যগ্রন্থ প্রকাশ হয়। বর্তমানে রাসেল লেখাপড়া করছে ঢাকার সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।