ইমতিয়াজ সুলতান ইমরান

সম্পাদকীয় 

পৃথিবীতে সবচেয়ে শ্রদ্ধা, সম্মান, মমতা আর আপন মানুষ হলেন মা। একটি মাত্র অক্ষরে মা শব্দটি গঠিত হলেও এর মহিমা ও তাৎপর্য আকাশের চেয়ে বিশাল।

আজ বিশ্ব মা দিবস। এই মা দিবস কীভাবে এলো? কেন পালন করা হয় এই মা দিবস? এর গুরুত্ব আমাদের জানা।

ইতিহাস বলছে, ১৯০৭ সালের ১২ মে প্রথমবার আমেরিকার ওয়েস্ট ভার্জিনিয়ার গ্রাফটন শহরে ‘মাদার্স ডে’ বা মা দিবস পালিত হয়।

মা দিবস পালনে রয়েছে এক ইতিহাস। ভার্জিনিয়ায় অ্যান নামে এক শান্তিবাদী সমাজকর্মী ছিলেন। তিনি নারী অধিকার নিয়ে কাজ করতেন। তিনি ‘মাদারস ডে ওয়ার্ক ক্লাব’ প্রতিষ্ঠা করেছিলেন। ছোটো ছোটো ক্লাব গড়ে সমাজের পিছিয়ে পড়া নারীদের এগিয়ে নিতে চেষ্টা করতেন। নারীদের স্বাবলম্বী হতে সহায়তা করতেন। অ্যান ছিলেন খুবই ধর্মপ্রাণ। অ্যানের একটি মেয়ে ছিল, যার নাম আনা মারিয়া রিভস জার্ভিস। একদিন ছোটো মেয়ের সামনেই অ্যান হাত জোড় করে বলেছিলেন, ‘আমি প্রার্থনা করি, একদিন কেউ না কেউ, কোনো মায়েদের জন্য একটা দিন উৎসর্গ করুক। কারণ তারা প্রতিদিন মনুষ্যত্বের জন্য জীবন উৎসর্গ করে চলেছেন।

মায়ের সেই প্রার্থনা হৃদয়ে নাড়া দিয়ে যায় আনা মারিয়ার। অ্যানের মৃত্যুর দিনটিকে সারাবিশ্বের প্রতিটি মায়ের উদ্দেশ্যে উৎসর্গ করেন তিনি। তারপর থেকে মায়েদের প্রতি সম্মানে পালিত হয়ে আসছে মা দিবস।
১৯১৪ সালে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট উড্রো উইলসন মে মাসের দ্বিতীয় রোববারকে ‘মা দিবস’ ঘোষণা করেন।

এর পর থেকে মে মাসের দ্বিতীয় রোববার বিশ্ব মাতৃ দিবস উদযাপন উদযাপন হচ্ছে। তবে অনেক দেশই অন্যদিনকে উৎসর্গ করেছে মায়েদের জন্য। সাধারণত মার্চ কিংবা মে মাসেই পালিত হয় ‘মাদার্স ডে’। বর্তমানে ৪০টিরও বেশি দেশ মা দিবসের উৎসব পালন করে।

মায়েদের জন্য উৎসর্গকৃত এই দিবসকে শ্রদ্ধা ও সম্মানের সাথে স্মরণ ও পালন করছি আমরাও। তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি, মমতাময়ী মাকে শ্রদ্ধা ও সম্মান জানাতে একটি দিবসকে ঘটা করে পালন করা যথেষ্ট নয়। আমাদের গর্ভধারিণী মায়ের মর্যাদা সন্তানের কাছে এতটাই অমূল্য যে, প্রতিটি দিন, প্রতিটি মুহূর্তে মাকে শ্রদ্ধা, সম্মান ও ভালোবাসা জানানো উচিত।
মা…
তোমার হয় না তুলনা।

ইমতিয়াজ সুলতান ইমরান
প্রধান সম্পাদক, কাব্য কিশোর

www.kavyakishor.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *